আধার কার্ডের সাথে লিঙ্ক করিয়েছেন কী রেশন কার্ড? নইলে আর এই দিন থেকে পাবেন না রেশন, জানুন বিস্তারিত

আধার কার্ডের সাথে লিঙ্ক করিয়েছেন কী রেশন কার্ড? নইলে আর এই দিন থেকে পাবেন না রেশন, জানুন বিস্তারিত
পরিবারের যেসব সদস্যের আধার সিডিং নেই তাঁরা রেশন পাবেন না

ভারতের কেন্দ্র সরকার ও সেইসাথে কিছু রাজ্য সরকার জনগনের কল্যাণের জন্য বিভিন্ন জনমুখী প্রকল্প নিয়ে আসে। আর তার মধ্যেই অন্যতম একটি হলো রেশন ব্যবস্থা। করোনা মহামারির পর থেকে কেন্দ্র সরকার এই রেশন সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করছে। তবে আপনি কি জানেন একটি জিনিস না করলে আপনি আর বিনামূল্যে রেশন পাবেন না। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্পের অধীনে, আপনি এখন দেশের যে কোনও সরকারি রেশন দোকান থেকে রেশন পেতে সক্ষম হবেন। একই সময়ে, এই প্রকল্পের সুবিধা নিতে, আপনার রেশন কার্ড আধার কার্ডের সাথে লিঙ্ক করা উচিত। যদি আপনার রেশন কার্ড আধার কার্ডের সাথে যুক্ত না থাকে, তাহলে আপনি জুলাই থেকে রেশন আর পাবেন না।

যে রেশন কার্ডধারী এখনও রেশন কার্ডের সাথে তার আধার কার্ড লিঙ্ক করেননি। যত তাড়াতাড়ি সম্ভব রেশন কার্ডের সাথে তাদের আধার লিঙ্ক করতে হবে। অন্যথায় জুলাই মাস থেকে তাদের রেশন দেওয়া হবে না। রেশন আধিকারিকরা ইত্যিমধ্যেই এই নিয়ে সতর্ক করেছে সকলকে। আমরা আপনাদের জানিয়ে রাখি যে রেশন কার্ড আধার সিডিং সম্পন্ন করার জন্য, একটি পরিবারের যাদের নাম রয়েছে তাদের সমস্ত সদস্যকে আধার সিডিং করাতে হবে। কারণ যেসব সদস্যের কার্ডে আধার সিডিং নেই তাদের রেশন দেওয়া হবে না।
উদাহরণ হিসাবে বলা যায়, একটি কার্ডে যদি মোট ৫ জন সদস্যের নাম থাকে। কিন্তু, তাদের মধ্যে ৩ জন আধার সিডিং করিয়েছেন আর বাকি ২ জনের আধার সিডিং করা হয়নি। এই অবস্থায় সেই রেশন কার্ডে শুধুমাত্র 3 ইউনিটের রেশন দেওয়া হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব রেশন কার্ডে উল্লিখিত সমস্ত সদস্যের আধার সিডিং করা উচিত। অন্যথায় তিনি রেশন থেকে বঞ্চিত হবেন জুলাই মাস থেকে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

100 দিনের কাজের টাকা কবে ঢুকবে 2023? টাকা চেক করুন

দালাল ছাড়াই পাবেন,স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স,অনলাইন আবেদন করুন

নয়া পদক্ষেপ সরকারের! GST-তে হল বড়সড় কাটছাঁট, লাফিয়ে কমবে মোবাইল-টিভি-ফ্রিজের দাম