100 দিনের কাজের টাকা কবে ঢুকবে 2023? টাকা চেক করুন

 

100 দিনের কাজের টাকা কবে ঢুকবে 2023? টাকা   চেক করুন




১০০ দিনের কাজের টাকা আপনার একাউন্টে আসলো কিনা,কিভাবে চেক করবেন? আপনি যদি ১০০ দিনের কাজ করে থাকেন,তাহলে দেখে নিন অনলাইনে মোবাইল এর মাধ্যমে আপনার কাজের টাকা একাউন্টে ঢুকলো কিনা?

 

100 দিনের কাজের টাকা কবে ঢুকবে / জব কার্ডের টাকা কবে ঢুকবে?

১) প্রথমে আপনাকে https://nrega.nic.in/ এই ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর আমাদের সামনে ১০০ দিন কাজের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে।
৩) এরপর Quick Access এ ক্লিক করে State Reports অপশনে ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে কোন রাজ্যের জব কার্ডের টাকা চেক করতে চান,তা সিলেক্ট করুন (WEST BENGAL)।
৬) এরপর Job Cards অপশনে ক্লিক করুন ও পরবর্তী ধাপে জেলা,ব্লক,গ্রাম পঞ্চায়েত নাম বসিয়ে Proceed এ ক্লিক করুন।


৭) আপনার সামনে আপনার গ্রাম পঞ্চায়েত এর সমস্ত জব কার্ড হোল্ডারদের জব কার্ড নাম্বার ও নাম পাশে চলে আসবে। এরপর আপনার জব কার্ড নাম্বার ও নাম মিলিয়ে নিয়ে,জব কার্ড নাম্বার এর ওপর ক্লিক করুন।
৮) পরবর্তী পেজে সমস্ত ডিটেইলস দেখতে পারবেন টাকা ঢুকলো কিনা। টাকা এসে থাকলে কত টাকা করে এসেছে,কোন একাউন্টে ঢুকলো, কোন তারিখে ইত্যাদি।

 
 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দালাল ছাড়াই পাবেন,স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স,অনলাইন আবেদন করুন

নয়া পদক্ষেপ সরকারের! GST-তে হল বড়সড় কাটছাঁট, লাফিয়ে কমবে মোবাইল-টিভি-ফ্রিজের দাম