দুর্নীতি রুখতে ১৫ অগস্ট থেকে সব পঞ্চায়েতে বাধ্যতামূলক ডিজিটাল লেনদেন,

দুর্নীতি রুখতে ১৫ অগস্ট থেকে সব পঞ্চায়েতে বাধ্যতামূলক ডিজিটাল লেনদেন, চিঠি কেন্দ্রের

পঞ্চায়েতের মাধ্যমে সরকারি প্রকল্পের বহু অর্থ খরচ হয়। স্বাধীনতা দিবসের দিন থেকে সেই অর্থের লেনদেন হবে কেবলমাত্র ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে ইউপিআই নির্ভর ব্যবস্থার মাধ্যমেই।

দুর্নীতি রুখতে নতুন পদক্ষেপ কেন্দ্রের মোদী সরকারের। এ বার থেকে পঞ্চায়েতে সমস্ত লেনদেন বাধ্যতামূলক ভাবে করতে হবে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে। কেন্দ্রের পঞ্চায়েতি রাজ মন্ত্রক এ সংক্রান্ত একটি চিঠি পাঠাচ্ছে সমস্ত রাজ্যকে। আগামী ১৫ অগস্ট থেকেই আনুষ্ঠানিক ভাবে এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

আর নগদে লেনদেন নয়। এ বার থেকে পঞ্চায়েতের সমস্ত লেনদেনই হবে ডিজিটাল পদ্ধতি ‘ইউপিআই’ ব্যবস্থার মাধ্যমে। পঞ্চায়েতি রাজ মন্ত্রকের সচিব সুনীল কুমার জানিয়েছেন, প্রায় ৯৮ শতাংশ পঞ্চায়েতেই ইউপিআই নির্ভর অর্থ প্রদানের ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে। প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে কেন্দ্রের পাঠানো চিঠিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী, সাংসদ বা বিধায়কের উপস্থিতিতে ইউপিআই নির্ভর লেনদেন ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা করতে হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

100 দিনের কাজের টাকা কবে ঢুকবে 2023? টাকা চেক করুন

দালাল ছাড়াই পাবেন,স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স,অনলাইন আবেদন করুন

নয়া পদক্ষেপ সরকারের! GST-তে হল বড়সড় কাটছাঁট, লাফিয়ে কমবে মোবাইল-টিভি-ফ্রিজের দাম